SEO Tip of the Day

Loading today's tip...

How To Do Keyword Research Without Tool?

For English Readers, Kindly Right Click On Mouse And Translate In English. Thank you.

কীভাবে কোন tools ছাড়াই keyword research করবেন?

এর জন্য আপনার basic keyword knowledge থাকতে হবে।

অনেক রকম করে এটা করা যায়, আজকে একটা পদ্ধতি শেয়ার করলাম।

ধরে নিলাম আপনার নিশ, Kitchen.

এর জন্য প্রথমে, একটা long tail keyword search করতে হবে।

এর জন্য Google USA তে যাবো।

Kitchen লিখলে কিছু auto suggestion আসবে। আমি kitchen chimney select করলাম।

এখন PPA এর section টা দেখুন। কিছু long tail suggest করবে।

আমি topic একটা select করলাম। অনেক বড় বড় সাইট serp এ রাঙ্ক করে আছে।

২য় পেইজ এ গেলাম। একটা সাইট দেখে মনে হল, Niche focus site. Visit করলাম।

কিন্তু এখানে তো Mediavine এর ads show করতেছে, তার মানে প্রতি মাসে ৫০০০০ হাজার এর বেশি ট্রাফিক থাকে। তাই এটা strong site. List থেকে বাদ। এমন না এটা নিয়ে কাজ করা যাবে না, তাও মন চাইলো না কাজ করতে।

পরে আবার ppa section থেকে, আরেকটা topic select করলাম।

২য় পেইজ এ দেখলাম, Bengali type domain আছে। 🙂 😛

ঠিকইঃ যাইহোক, এই সাইট এর sitemap দেখবো। কবে থেকে সাইট শুরু হয়েছে। কয়টা আর্টিকেল দিয়েছে। কি কি topic cover করেছে।

২০২১ থেকে সাইট running আর কিছু বিষয় খেয়াল করবেন। যখন থেকে সাইট শুরু করেছে। প্রতিদিন অনেক আর্টিকেল দিয়েছে। ধীরে ধীরে আর্টিকেল এর পরিমান কমিয়েছে।

এর sitemap দেখে কিছু keyword select করতে পারেন। আমার এই ২ টা topic ভালো লেগেছে। আমি আরও research করতে চাই।

দেখুন ২ টা keywords এই সহজ। SERP দেখলে বোঝা যাই।

তো, এভাবে আপনিও চাইলে সহজ keywords সহজেই বের করে নিতে পারেন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দরভাবে দেখবেন।

ধন্যবাদ।

For More Tips Follow The Best SEO Expert In BD.

4 replies on “How To Do Keyword Research Without Tool?”

  • Md Faysal Islam October 21, 2022 at 9:30 am

    Nice bro

    • admin October 22, 2022 at 12:12 pm

      thx bro 🙂

  • Monzur Khan May 30, 2023 at 3:42 am

    ভালো লিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tip of the Day

Tip of the Day

Loading today's tip...