এই Error টা আমরা প্রায় দেখি। কেন এটা হয়?
অনেক কারন হতে পারে। তার মাঝে, গুগল বলেছে এই error crawling এ বটের কারনে হতে পারে। যদি আমরা ওই লিংক টা Url Inspection দিয়ে দেখি আর যদি দেখায় Url indexed. তাহলে এটি বটের ভুল তা কিছুদিন পর আপডেট এ ঠিক হয়ে যাবে।
আবার অনেক সময় দেখা যায়, Error টা ঠিক হচ্ছে না। এর কারন, বুঝে নিতে হবে গুগল url টা ইনডেক্স করতে চাচ্ছে না।
কেন?
- Low value content.
- Site structure.
- Site speed.
- On page issue.
- Duplicate article.
Etc.
সাইট ওভারঅল ভালো হতে হবে। দুইটা দামি আর্টিকেল দিলাম, বাকী পাঁচটা কম দামি দিলাম, যেমন তেমন পাবলিশ করে দিলাম। গুগল ও তেমন করেই দেখবে।
তাই শুরু থেকেই বেষ্ট টাই রাখতে হবে।
For English Audience
We often see this error. Why is this?
There could be many reasons. Meanwhile, Google said this error could be caused by bots in crawling. If we see that link with Url Inspection and if it shows Url indexed. Then it’s a bot’s mistake, it will be fixed in an update after a few days.
Many times it is seen that the error is not fixed. The reason for this is that Google does not want to index the url.
Why?
- Low value content.
- Site structure.
- Site speed.
- On page issue.
- Duplicate articles.
Etc.
A site should be good overall. Don’t give two well research articles and five low value content. Then google also treat you like this.
So you have to give the best from the beginning.