How Can I Rank My Post Fast?

Instant Rank করার জন্য গুগল আর ইউটিউব একি রকম কাজ করে।

কীভাবে?

দেখবেন ইউটিউব এর ব্লগাররা বলে, আমার ভিডিও সবার আগে পাবার জন্য বেল আইকনে ঘণ্টা বাজিয়ে রাখেন,

ধরেন, আপনি পোস্ট করলেন ইউটিউব এ আর ১ ঘণ্টায় ২ জন ভিউ হল, তাহলে আপনার ভিডিও রাঙ্ক করতে পারবেন না।

এই জায়গাতে Important role play করে subscribers numbers.

100000 subscribers হলে, সবাই যদি ঘণ্টা বাজিয়ে রাখে, তাহলে ভিডিও দিবার সাথে সাথে notification চলে যায়, আর দেখবেন, এতজনের মধ্যে

না হলেও ১০% মানুষ ভিডিওটা দেখার জন্য আসবে।

তখন ইউটিউব বুঝে নে, এতজন মানুষ এত অল্প সময়ে এই ভিডিও দেখতে এসেছে তার মানে এটা ভালো ভিডিও, তাই রাঙ্ক করিয়ে দে।

দেখবেন, মুভি ভিডিও তাড়াতাড়ি রাঙ্ক করে, কারন Establish Channel এর subscribers বেশি হয়। তাই ভিডিও দিলেই হাজার হাজার মানুষ channel এ আসে

তাই trending এ চলে আসে।

এখন এটা আপনার সাইট এর জন্য কীভাবে করবেন?

২টা সহজ methods আছে,

১। Email

২। One Signal Plugin

আমার পছন্দ One Signal Plugin. কেন? কারন সবাই email এর notification open করতে চাইনা।

দেখবেন, আপনার মোবাইল এ operamini and shareit install থাকলে অনেক আজে বাজে notification আসে, এরাও এই টাইপ push notification send করে থাকে।

যাই হোক,

এখন আসি আসল কথায়, আপনার সাইট এ যদি ভালো ভালো আর্টিকেল থাকে তাহলে মানুষ আবারও আপনার সাইট ভিজিট করতে চাইবে।

তাই, এটা আপনার সাইট এর জন্য Subscribe এর মত কাজ করে।

যখন আপনার সাইট এ আর্টিকেল দিবেন, তখন Onesignal এর সেটিং এ গিয়ে notification send করে দিবেন সাথে সাথেই।

তাহলে, আপনি আর্টিকেল দিবার সাথে সাথেই যদি ১০০০০ জন আপনার সাইট এর notification on করে রাখে, তাহলে ধরে নেন ১০% মানুষ আসবে, ১০০০ জন চলে এল, তো গুগল মামা বুঝবে ভালই আর্টিকেল।

আপনি অনেক ফাস্ট রাঙ্ক করবেন।

Personal Experience থেকে লিখা।

আপনারা এই plugin use করলে আপনাদের experience share করবেন।

ধন্যবাদ।

For English Audience

Google and YouTube do the same thing for Instant Rank.

How?

You will see YouTube bloggers say, to get my video first, ring the bell icon.

Suppose, you posted on YouTube and 2 people view it in 1 hour, then you can’t rank your video.

Subscriber numbers play an important role in this place.

If there are 100000 subscribers, if everyone ranged the bell, then the notification will go as soon as the video is given, and you will see, among so many Even if not 10% people will come to watch the video.

Then YouTube doesn’t understand, so many people have come to watch this video in such a short time means it’s a good video, so rank it.

You will see, movie videos rank faster because Establish Channel has more subscribers. So thousands of people come to the channel just by giving the video

So it comes to trending.

Now how do you do this for your site?

There are 2 simple methods,

  • Email
  • One Signal Plugin

My favorite is the One Signal Plugin. Why? Because not everyone wants to open email notifications.
You will see, that if you have opera mini and share it installed on your mobile, you will get bad notifications, they also send this type of push notification.

Anyway, Now coming to the real point, if your site has good articles then people will want to visit your site again.
So, it works like Subscribe for your site.

When you post an article on your site, go to Onesignal’s settings and send a notification immediately.
So, if 10000 people turn on the notification of your site as soon as you give the article, then assume that 10% of people will come, 1000 people will come, then Google will understand the article well.

You will rank very fast.

Written from Personal Experience.
Share your experience if you use this plugin.

Thank you

4 thoughts on “How Can I Rank My Post Fast?”

  1. আচ্ছা, যদি ফেক ভিসিটর ড্রাইভ করা হয়, সে ক্ষেত্রে এই মেথড কি কাজ করবে।

    1. আসলে এটাতে অনেক এর অনেক মতামত আছে। Different ip থেকে অল্প সময়ে অনেক real visitors এলে এটি কাজ করে। কিন্তু অনেকে fake visitors এনেও কাজ করিয়েছে। আমি নিজেও experiment করে success পেয়েছি।

      But Fake Visitors. Like robot visitors হলে হবে না এখন, আশাকরি বুঝতে পেরেছেন কি টাইপ ভিজিটর এর কথা বলছি। কারন disclose করে দিলে industry নষ্ট হবে।

      আর এগুল long time method না। Stable result চাইলে, organic এর উপর কিছু নেই।

  2. যখন ভিজিটর নোটিফিকেশন পাবে তাহলে অবশ্যই সে ডিরেক্ট পোস্ট লিংক ধরেই আসবে,একেত্রে গুগোল কি এইটা ভালো চোখে দেখবে? ব্যাপার টা হচ্ছে ভিজিটর যখন কিওয়াড সারচ করে আসে তখন এক বিহেভিয়র,ডিরেক্ট লিং লিংক থেকে আসলে অন্য রকম বিহেবিয়র দেখাবে কি? নাকি সমান চোখে দেখবে?

    1. eta instant boost. jodi eta kharap hoto. tahole google er product youtube e bell notification hoto na. karon ota diyei direct visitors ashe site e. otao rank factor.

      r mail marketing e pore eta. so suspicious kichu na.

Leave a Reply to Ratul Roy Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scan the code